প্রধানমন্ত্রীর মনের কথাই বলেছেন তার ছেলে জয়
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন যে,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনের কথাই তার ছেলে সজিব ওয়াজেদ জয় বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি।
‘নির্দলীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন চলমান জাতীয় সংকট উত্তরণের একমাত্র পথ’ শীর্ষক এ সভার আয়োজন করে জাতীয় নাগরিক ফোরাম নামের একটি সংগঠন।
উল্লেখ্য, মঙ্গলবার যুবলীগের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর ছেলে জয় বলেন, আমার কাছে তথ্য আছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। শেখ হাসিনার হত্যা চেষ্টায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সংশ্লিষ্টতার অভিযোগও করেন তিনি।
সে প্রসঙ্গ টেনেই প্রধান অতিথির বক্তব্যে মওদুদ বলেন, প্রধানমন্ত্রীর মনের কথা তার ছেলে বলে দিয়েছেন। বোঝা গেছে, তাদের একটা নীল নকশা রয়েছে। জনগণের ভোটের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। এই দলটি যখন যা খুশি তা করতে পারে, বলতে পারে। নৈতিকতার তাদের কোনো প্রয়োজন নাই।
মওদুদ বলেন, জয়ের কথায় নীল নকশার ইঙ্গিত পেলাম। শুধু এটুকু বলতে চাই, এদেশে নীল নকশার নির্বাচন কোনোদিন হতে দেওয়া হবে না। দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে, তারা পরিবর্তন চায়। পাঁচ সিটি নির্বাচনে সেটাই প্রমাণ হয়েছে।
মওদুদ বলেন, সরকারের সামনে দু’টি পথ খোলা রয়েছে। একটি সমঝোতার, অন্যটি সংঘাতের। দেখে মনে হচ্ছে, সরকার সংঘাতের পথ বেছে নিয়েছে। ঈদের পরে কঠোর আন্দোলন আসছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে গণবিস্ফোরণ হবে।
সরকারের উদ্দেশ্যে মওদুদ বলেন, এখনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগ নিন। সংসদ একবার ভেঙে গেলে সংবিধান সংশোধনের সুযোগ থাকবে না।
নির্বাচন কমিশনের সমালোচনা করে মওদুদ বলেন, এই কমিশন সরকারের একটি তল্পিবাহক প্রতিষ্ঠান। সরকার যা বলে তারা তাই বলে, সরকারের চাওয়া পূরণ করে।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের অধীনে নির্বাচন কমিশন কোনোদিনই স্বাধীনভাবে কাজ করতে পারে না।
মওদুদ বলেন, বিএনপিকে দুর্বল করতে কাজ করছে কমিশন। সরকারের একটি গোয়েন্দা সংস্থার আর্থিক সহায়তা ও প্ররোচনায় বিএনএফ পরিচালিত হচ্ছে। কমিশন তাদের প্রথমেই থামিয়ে না দিয়ে সরকারের ষড়যন্ত্রে শামিল হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করতে হবে।
মওদুদ বলেন, প্রায়ই অনেকে আমাদের কাছে জানতে চান, আপনারা ক্ষমতায় গেলে কি করবেন? জবাবে বলতে চাই, আমরা বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করবো, প্রতিহিংসার রাজনীতি করবো না, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করবো। দেশে উন্নয়ন করবো।
সংগঠনের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে এতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ বক্তব্য রাখেন।
0 comments:
Post a Comment