Sunday, 28 July 2013

জয়ের বক্তব্য নিয়ে বিএনপি কদর্য মিথ্যাচারে লিপ্ত

জয়ের বক্তব্য নিয়ে বিএনপি কদর্য মিথ্যাচারে লিপ্তজয়



প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের "আমার কাছে তথ্য আছে আগামীতে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে"এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

হানিফ বলেন, ‘সজীব ওয়াজেদ জয় এ বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, আওয়ামী লীগের যে বিশাল কর্মীবাহিনী রয়েছে, এই বাহিনীকে সক্রিয় করে মাঠে নামাতে পারলে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে পারলে জনগণ আগামীতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।’

তিনি বলেন, ‘যুবলীগের ইফতার মাহফিলে শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশে বিদ্যমান আর্থ-সামাজিক পরিস্থিতির ওপর নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। তার বক্তব্যে দেশের বাস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছে। অথচ বিএনপি নেতারা কদর্য মিথ্যাচারে লিপ্ত।’

তিনি বলেন, ‘সজীব ওয়াজেদ জয় তারেকের অতীত কালিমালিপ্ত শতরূপী দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ পাচার, হত্যা-সন্ত্রাস, গ্রেনেড হামলা, নির্যাতন ও লুণ্ঠনের কিছু অংশ উচ্চারণ করেছেন মাত্র। এতে তেড়ে, ফুঁসে ওঠার কোনো কারণ নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারেক-কোকোর দুর্নীতির বিচার প্রসঙ্গে হানিফ বলেন, ‘তাদের বিচার আদালতে চলছে। আদালত স্বাধীনভাবে কাজ করছে। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচার আদালত শেষ করবেন।’

তিনি বলেন, ‘তারেক ও কোকো আইনের ঊর্ধ্বে নন। আইনের দৃষ্টিতে সবাই সমান। কার বাবা ও মা অতীতে কী ছিলেন, সে পরিচয়ে আইনের হাত থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই।’

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি (খালেদা) যে নতুন ধারার সরকারের কথা বলেছেন, তা তিনি স্পষ্ট না করলেও বোঝাতে চেয়েছেন, অতীতে তার সরকার পরিচালনা ভুল ছিল। কিন্তু, তিনি স্পষ্ট করেননি। তার সময়কার অপরাধের জন্য তিনি অনুতপ্ত কিনা, ক্ষমা চাইবেন কিনা, তা জাতি জানতে চায়।’

শনিবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, ত্রাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ ।

Hasan

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 রাজনীতি.

Designed by Templateify & Sponsored By Twigplay